রাজনগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০১৫, ৮:৫৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তর ভাগ ইউনিয়নের কান্দিগাঁও থেকে মহরম আলী (৪০) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ১০ জুন বুধবার রাত এগারটার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মহরম আলী (৪০) রাজনগর উপজেলার উত্তর ভাগ ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) সুজিৎ চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত মহরম আলী একটি জি আর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
রাজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পি.পি.এম আজ বৃহস্পতিবার তিনটায় জানান, মহরম আলীকে আদালতের মাধ্যমে আজ মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।