ভোলার মনপুরায় মেঘনায় ট্রলারডুবি, ৮ মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০১৫, ৭:৪৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ভোলার মনপুরায় মেঘনা নদীতে প্রবল স্রোতের মধ্যে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ পর্যন্ত ৩শিশুসহ ৮ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে। ট্রলারটিতে পঞ্চাশেরও বেশি যাত্রী ছিল।
মনপুরা থানার ওসি হুমায়ুন কবির জানান, আজ ১১ জুন বৃহস্পতিবার সকালে এ ঘটনায় শিশুসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, সকাল ১০টার দিকে বৃষ্টির মধ্যে কলাতলী চর থেকে মনপুরার উদ্দেশে যাত্রা করার আধাঘণ্টার মধ্যে ট্রলারটি ডুবে যায়। জেলেদের সহযোগিতায় অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা গেলেও এখনও ২০ জনের মতো নিখোঁজ রয়েছেন।
ট্রলার ও নিখোঁজদের সন্ধানে কোস্ট গার্ড উদ্ধার কাজ চালাচ্ছে।