বাড়তি ২৫ হাজার হজযাত্রীর নেওয়ার সুপারিশ সৌদি আররে নাকচ
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০১৫, ৮:১৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশ থেকে বাড়তি ২৫ হাজার হজযাত্রীর কোটা বৃদ্ধির সুপারিশ নাকচ করেছে সৌদি আরব। এ ছাড়া নির্ধারিত কোটায় আগামী ১৮ জুনের মধ্যে সৌদি আরবে ব্যাংক হিসাব খোলা, টাকা জমা, বাড়ি ভাড়া, সৌদি মোয়াল্লেমদের সঙ্গে চুক্তিসহ যাবতীয় কাজ শেষ করতে বলা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহকারী সচিব (হজ) হাসিনা শিরীন জানান, অতিরিক্ত ২৫ হাজার হজ যাত্রীর কোটা বৃদ্ধির যে সুপারিশ করা হয়েছিল তা সৌদি সরকার নাকচ করে দিয়েছে। তারপরও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কোটা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছে।
তিনি আরও জানান সৌদি সরকার কর্তৃক কোটা বৃদ্ধির সম্ভাবনা খুব কম। তাই নির্ধারিত তারিখের মধ্যে উল্লিখিত কাজগুলো সম্পন্ন করতে ব্যর্থ হলে হজ এজেন্টরা তাদের হজ্বযাত্রী প্রেরণে ব্যর্থ হবেন। এ ধরনের অবহেলার জন্য সংশ্লিষ্ট হজ এজেন্টদের বিরুদ্ধে আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।