কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ হাফিয আলাউর রহমান টিপু
সুশিক্ষিতরাই পারে জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে
প্রকাশিত হয়েছে : ৯ জুন ২০১৫, ১০:১৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
শিক্ষার আলো ব্যতিত কোন জাতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। তাই ছাত্র ছাত্রীকে সুশিক্ষিকায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কান্ডারীর দায়িত্ব পালন করতে হবে। একমাত্র সুশিক্ষিতরাই পারবে জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে।
৮ জুন সোমবার তালামীযে ইসলামিয়া আমতৈল ইউপি শাখা কর্তৃক আয়োজিত দাখিল ও এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান আলহাজ হাফিয আলাউর রহমান টিপু এ কথাগুলো বলেন।
আমতৈল ইউ পি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইউপি তালামীযের সভাপতি রাসেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কায়ূমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ওয়ালিউর রহমান সানী, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা তালামীযের সভাপতি জায়েদ আহমদ চৌধুরী প্রমুখ।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন আমতৈল ইউপি চেয়াম্যান সুজিত চন্দ্র দাশ, সদর উপজেলা তালামীযের সভাপতি রাজন আহমদ, শহর তালামীযের সভাপতি মুজাহিদ আহমদ, সদর উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাও. নুরুল ইসলাম, সৈয়দ শাহ মোস্তফা (র.) ডিগ্রি কলেজের প্রভাষক মো.আসাদুল্লাহ, আমতৈল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুজ্জামান খান, আমতৈল ইউপি আল ইসলাহর সভাপতি মাও.আছাব আলী আনছারী,সাধারণ সম্পাদক মাও. মাহমুদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে একশত জন ছাত্র -ছাত্রীকে সংবর্ধিত করা হয়।