শমশেরনগরের বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: আহত ৩, আটক ১
প্রকাশিত হয়েছে : ৯ জুন ২০১৫, ৯:৫২ পূর্বাহ্ণ
শমশেরনগর সংবাদদাতা ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ভাদাইরদেউলে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে আটটার দিকে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ভাদাইরদেউল গ্রামে সীমানা নিয়ে একই বাড়ির দুই পরিবার মৃত মুকিত মিয়ার ছেলে কাসেম ড্রাইভারের সাথে আব্দুল্লার ছেলে আকবরের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। তারই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে আটটার দিকে কথা কাটাকাটি এক পর্যায়ে আকবর আলী (৩৫) অপরপক্ষের কাসেম ড্রাইভাকে (৪০) কাঠের রুল দিয়ে আঘাত করে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে কমলগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে শমশেরনগর পুলিশ ফাঁড়িরি সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়াউল আকবর আলীকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
শমসের নগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আকবরকে আটক করেছে। এখন পর্যন্ত কোন পক্ষ থেকে মামলা দায়েল করা হয়নি।