বড়লেখায় ব্যবসা প্রতিষ্ঠানে একর পর এক চুরি, আতংকে ব্যবসায়িরা
প্রকাশিত হয়েছে : ৯ জুন ২০১৫, ৬:১৬ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঁঠালতলী বাজারে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ব্যবসায়িদের মধ্যে চরম আতংক বিরাজ করছে।
জানা যায়, ৬ জুন শনিবার ভোররাতে উপজেলার কাঁঠালতলী বাজার মাধবকুণ্ড সড়ক সংলগ্ন রড-সিমেন্ট ও কম্পিউটার-ফটোপ্রিন্টের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়। চোর দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে সকালে কাঠালতলী বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আব্দুল লতিফ ও সম্পাদক এখলাছ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিষয়টি স্থানীয় ব্যবসয়ীদের মধ্যে জানাজানি হলে তাদের মধ্যে আতংক ও ক্ষোভ বিরাজ করে। বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজার পাহারাদার থাকার সত্বেও প্রতি মাসে একের পর এক দোকান চুরি হচ্ছে। বাজারের ব্যবসায়ীরা ক্ষোভের সাথে জানান, ধারণা প্রতিটি চুরির সাথে রয়েছে পাহারাদারদের যোগসাজস। তা না হলে একের এক চুরি ঘটনা ঘটতো না।
এ বিষয়ে কাঠালতলী বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক এখলাছ উদ্দিন সোমবার দুপুরে জানান, বাজারে একের পর এক চুরির ঘটনায় বাজার ব্যবসায়ি সমিতির এক জরুরি সভা ডাকা হয়। সভায় বাজার পাহারাদার ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় গত শনিবার ভোর রাতে ২টি দোকান চুরির ঘটনার সাথে কে বা কারা জড়িত তা গুরুত্বসহকারে খতিয়ে দেখার জন্য বাজার পাহারাদারদের আগামী মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে দোকান চুরির ঘটনার সাথে কে বা কারা সম্পৃক্ত তা প্রমাণ করতে না পারলে তাদের বিরুদ্ধে আইনানুনগ ব্যবস্থা নেওয়া হবে।