জৈন্তাপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১০ বিজিবি সদস্য আহত
প্রকাশিত হয়েছে : ৮ জুন ২০১৫, ৯:০৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের জৈন্তাপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১০ বিজিবি সদস্য আহত হয়েছেন। আজ জুন সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে সিলেট-তামাবিল সড়কের শ্রীপুরে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত চার বিজিবি সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পাওয়া যায়নি।
বিজিবি তামাবিল ক্যাম্পের কমান্ডার হাবিলদার ইকবাল জানান, সিলেট থেকে তামাবিলগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক দিয়ে আসা বিজিবি সদস্যদের বহনকারী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বিজিবির ১০ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে চারজনকে সিলেট জালালবাদ সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলক চন্দ্র বসাক দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে জানান, ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় শুধু ট্রাকটি আটক করা সম্ভব হয়েছে।