শ্রীমঙ্গলে চা আস্বাদনী অধিবেশন
প্রকাশিত হয়েছে : ৭ জুন ২০১৫, ১০:৫২ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল সংবাদদাতা ::
চায়ের গুণগত মান অক্ষুন্ন রাখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আজ শনিবার বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আজমল কবির। এসময় আরো উপস্থিত ছিলেন চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মাঈন উদ্দিন, ফিনলের সিইও এসএন তাহের, চা বিজ্ঞানী মো. ইসমাইল হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল আজিজ, বৈজ্ঞানিক কর্মকর্তা শেফালী বুনার্জী, উর্ধ্বতন খামার সহকারী মো. মুজিবুর রহমান, সিনিয়র প্লান্টার মো. শাহজাহান আকন্দ প্রমুখ।
এবারের চা আস্বাধন অধিবেশনে দেশের প্রায় ৮০টি চা বাগান তাদের চায়ের গুণগত মান নির্ধারণের জন্য অংশগ্রহণ করে।