সিলেটে ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী সংস্থা এবং ব্যাংকসমূহের আঞ্চলিক সম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৬ জুন ২০১৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
অর্থ-বাণিজ্য ডেস্ক ::
‘‘আঞ্চলিক উন্নয়নে ক্ষুদ্রঋণ/ক্ষুদ্র উদ্যোগ ব্যাংক-ক্ষুদ্রঋণ সংস্থা অংশীদারিত্ব’’ শীর্ষক অর্ধদিবসব্যাপী আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ জুন শনিবার সকাল ৯টায় বাংলাদেশ ব্যাংকের আয়োজনে সিলেট বিভাগে ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী সংস্থা এবং ব্যাংকসমূহের অংশগ্রহণে বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় শুরু হয়ে চলে বেলা ১টা পর্যন্ত চলা এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, এই সরকার দরিদ্র ও গ্রামবান্ধব সরকার। প্রধানমন্ত্রীর কার্যক্রমেই এ দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়। সরকারের ইচ্ছা হলো বেকার সম্বলহীনদের ক্ষুদ্রঋণ প্রদান করে সাবলম্বী করে তোলা। তাই নিজেদের ইচ্ছায় না হয় জাতীয় ইচ্ছায় সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।
ব্যাংক ও ঋণ সংস্থাগুলোর দিক নির্দেশনা পেয়েই জনপ্রতিনিধিরা জনগণের জন্য কাজ করেন উল্লেখ করে তিনি বলেন, আইনের আওতায় আপোস করে সবার জন্য কাজ করতে হবে। এতে যেনো কোনো ধরনের বাধা-বিপত্তি না থাকে।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের আকাঙ্খা একটাই প্রত্যেক মানুষের ভাগ্যের উন্নয়ন। তাই সবাইকে মাথা দিয়ে নয়, হৃদয় দিয়েও অনেক কিছুর বিচার করতে হবে। ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের কাছ থেকে লভ্যাংশ কমিয়ে আনতে হবে।
কৃষক, পোশাক ও যেসব প্রবাসীর মাধ্যমে রেমিটেন্স আসে, এই তিন শ্রেণির মানুষকে স্যালুট জানিয়ে তিনি বলেন, তাদের মাধ্যমেই দেশের অর্থনীতি এগুচ্ছে। বাড়ছে জিডিপির হার। তাই কৃষকদের কম লাভে ঋণ দিলে উৎপাদন বাড়বে। দেশ লাভবান হবে।
বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার উপ-মহাব্যবস্থাপক জুলফিকার মাসুদ চৌধুরীর সভাপতিত্বে ও এসডিএফ’র সদ্য প্রাক্তণ চেয়ারম্যান মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমদ চৌধুরী।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন- হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। সম্মেলনের উদ্দেশে ব্যাখ্যা করেন- ঢাকা সিডিএফ’র নির্বাহী পরিচালক মো. আব্দুল আউয়াল।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক সিলেটের উপ-মহাব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া।