শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, শিশুসহ আহ ৩
প্রকাশিত হয়েছে : ৫ জুন ২০১৫, ৬:৪৩ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল সংবাদদাতা ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও শিশুসহ আরো ৩ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড় টায় লামুয়া সিরাজনগর মাদ্রাসার কাছে শ্রীমঙ্গল-সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ১১-৮৩৫১) সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ এলাকার রাজু স্বর্ণকার (৩২), উত্তরসুর এলাকার চালক আরিফ মিয়া (১৮) ও কুড়িগ্রাম জেলার সবুজ রায় স্বপন (৩০)। এর মধ্যে চালক আরিফ মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে এবং বাকি ২ জন ঘটনাস্থলেই মারা যায়।
আহতের মধ্যে লোহান নামে ৪ বছরের একটি শিশু রয়েছে। বাকি ২ জনকে মারাত্মক আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল জলিল দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানীর বিষয়টি নিশ্চিত করে জানান নিহতদের লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।