রাজনগরে বসতঘরে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৫ জুন ২০১৫, ১১:২৮ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ক্ষেমসহস্র গ্রামে এক ব্যক্তির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বিকাল ৩টার সময় রাজনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ওই গৃহকর্তা। এব্যাপারে রাজনগর থানায় তিনি সাধারণ ডায়রি করেছেন।
সংবাদ সম্মেলনে পাঠকৃত বক্তব্য ও জিডি সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ক্ষেসহস্র গ্রামের নির্মলেন্দু অর্জুনের ছেলে উৎপল কান্তি অর্জুনের (৪৬) বাড়ির পশ্চিম পার্শের বসতঘরে গত ৩ জুন বুধবার গভীর রাতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের বারান্দায় আগুন লেগে যায়। শব্দ শুনে আশে পাশের লোকজন এগিয়ে আসেন এবং আগুন নিভাতে সক্ষম হন। এব্যাপারে তিনি রাজনগর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নং-১৪৩) করলে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত পেট্রোল বোমা ও বিস্ফোরিত একটি কৌটা উদ্ধার করে নিয়ে আসে।
উৎপল কান্তি অর্জুন অভিযোগ করেন, গত ২৭ এপ্রিল ওই গ্রামের বলরাম দেব ও সিরাজ তরফদারের মধ্যে জমি সংক্রন্ত দীর্ঘদিনের বিরোধ নিয়ে সালিশি বৈঠক হয়। এতে তিনি (উৎপল কান্তি অর্জুন) বলরাম দেবের পক্ষে স্বাক্ষি ছিলেন। সালিশে সিরাজ তরফদার হেরে যান। ক্ষিপ্ত হয়ে ২৮ এপ্রিল সিরাজ তরফদার তার কাছে ১ লাখ ৪০ হাজার টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন। তার কোন পাওনা নেই বলে অস্বীকার করলে তিনি দেশ থেকে তাড়য়ে দেয়ার হুমকি দেন। উৎপল কান্তি অর্জুন ধারণা করছেন এ ঘটনার জেরে তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে তিনি নিরাপত্বাহীনতায় ভূগছেন।
তবে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, এটি পেট্রোল বোমা নয়। একটি প্লাস্টিকের কৌটায় পেট্রোল রাখা ছিল, এটি উদ্ধার করা হয়েছে। পেট্রোল বোমা হলে এতো কম ক্ষতি হওয়ার কথা নয়। পুলিশ বিষয়টির তদন্ত করছে।