কোম্পানীগঞ্জে বিজিব’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৪ জুন ২০১৫, ৮:৪১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা ও কালাইরাগ সীমান্ত থেকে প্রায় পাঁচ লাখ টাকার মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে। আজ ৪ মে বৃহস্পতিবার ভোর ও বুধবার দিবাগত রাতে পৃথক অভিযানে এ সব মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি-৫ ব্যাটালিয়নের উৎমা ও কালাইরাগ সীমান্ত ফাঁড়ির সদস্যরা।
উদ্ধারকৃত এ সব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য চার লাখ ৮১ হাজার সাতশ টাকা বলে জানায় বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ভোরে বিজিবি-৫ ব্যাটালিয়নের সদস্যরা উৎমা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একশ ৩২ বোতল অফিসার্স চয়েস মদ জব্দ করে। এ সব মদের আনুমানিক মূল্য এক লাখ ৯৮ হাজার টাকা।
এদিকে, একই রাতে ভরমসিদ্দিপুর এলাকায় অভিযান চালিয়ে একশ ৮৫ বোতল অফিসার্স চয়েস মদ ও পাঁচশ ২৬ ক্যান বিয়ার জব্দ করে কালাইরাগ সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।
এসব মদের আনুমানিক মূল্য দুই লাখ ৮৩ হাজার সাতশ টাকা বলে জানায় বিজিবি।
পৃথক এ অভিযানে নেতৃত্ব দেন নায়েক সুবেদার মো. রফিক উল্লাহ এবং হাবিলদার মো. হারুন-অর-রশিদ।