ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ দল ঘোষণা
প্রকাশিত হয়েছে : ৩ জুন ২০১৫, ৮:৪৫ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্ক ::
পাকিস্তানের বিপক্ষে খেলা দলেই আস্থা রেখেছেন নির্বাচকরা। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য কেবল চোটে পড়া বোলার শাহাদাত হোসেনকে বাদ দিয়ে ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে হারা দলেই আস্থা রেখেছে তার নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাসের। নাসির হোসেন, এনামুল হক, সাব্বির রহমান, আরাফাত সানি, তাসকিন আহমেদের এবারও টেস্ট দলে জায়গা হয়নি।
১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ।
এক টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে আগামী সোমবার বাংলাদেশে পৌঁছাবে ভারত।
একমাত্র টেস্টের বাংলাদেশ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন দাস, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান, মোহাম্মদ শহীদ।