ঘূর্ণিঝড়ে শ্রেণিকক্ষ বিধ্বস্ত
রাজনগরে খোলা আকাশের নিচে চলছে পাঠদান
প্রকাশিত হয়েছে : ২ জুন ২০১৫, ৮:১২ পূর্বাহ্ণ
আব্দুর রহমান সোহেল, রাজনগর ::
মৌলভীবাজারের রাজনগরে মুহাম্মদীয়া আলিয়া মাদরাসায় শ্রেণিকক্ষের অভাবে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। ঝড়ে ওই মাদরাসার ১২০ ফুট দৈর্ঘ্যের ৬কক্ষ বিশিষ্ট একটি টিনশেড ভবন বিধ্বস্ত হওয়ায় শ্রেণিকক্ষের অভাবে রোদ বৃষ্টিতেই ক্লাস করছে শিক্ষার্থীরা। ৩২৫ জন শিক্ষার্থীর ক্লাস নিতে সমস্যায় পড়ে শিক্ষকরা বাধ্য হয়েই ক্লাস নিচ্ছেন খোলা আকাশের নিচে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাজনগর মুহাম্মদীয়া আলিয়া মাদরাসায় খোলা আকাশের নিচে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাশ নিচ্ছেন সহকারি শিক্ষক রাজন আহমদ। বৃষ্টি এলেই ক্লাস বন্ধ করে পাশের পাকা ভবনের বারান্দায় ছাত্র-ছাত্রীদের নিয়ে আশ্রয় নিচ্ছেন। ২০০৮ সালে মাদরাসাটি স্থাপিত হলেও এখনো সরকারি কোন ভবন পায়নি এ মাদরাসাটি। প্রথমে স্থানীয় দাতাদের সহায়তায় মাত্র ৬টি টিন শেডের কক্ষ তৈরি করে কোনরকমে ক্লাস চলছিল। পরবর্তীতে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকলে কয়েকজন দাতার অর্থায়নে পাশেই ৯ কক্ষ বিশিষ্ট আরেকটি ভবন নির্মিত হয়।
কিন্তু গত ২৩ মে বিকেলের ঝড়ে টিন শেডের ১২০ ফুট দৈর্ঘ্যের ৬টি শ্রেণীকক্ষ বিশিষ্ট ভবনটি বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিছে চলছে শিক্ষার্থীদের পাঠদান। ফলে এতে রোদ-বৃষ্টির কারণে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে।
রাজনগর মুহাম্মদীয়া আলিয়া মাদরাসার সুপার কাজী আব্দুল আজিজ জানান, ছাত্র-ছাত্রী বেশি হওয়ায় ৭ বছর ধরে জোড়াতালি দিয়ে টিন শেডের ৬টি কক্ষে ক্লাস চালিয়েছি। সম্প্রতি ঝড়ে ৬টি কক্ষই বিধ্বস্ত হয়েছে। মাদরাসায় তহবিল না থাকায় নতুন করে শ্রেণিকক্ষ নির্মাণ করা সম্ভব হচ্ছে না।
এ ব্যাপারে রাজনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, মাদরাসাটি এমপিও ভুক্ত নয়। স্থানীয়দের উদ্যোগে এটির কার্যক্রম চলছে। সে কারণে সরকারি সহায়তা পাচ্ছে না।