গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ২ পোশাকশ্রমিক নিহত, অর্ধশত গাড়ি ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ২ জুন ২০১৫, ৮:৩৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই পোশাকশ্রমিক নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অর্ধশত গাড়ি ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আজ ২ জুন মঙ্গলবার সকালে শ্রীপুর থানার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ট্রাকচাপায় ভিনটেক্স ডেনিম লিমিটেডের সুইং অপারেটর মাজহারুল ইসলাম (৩২) নিহত হন। এছাড়া, কোনাবাড়ীতে বাসচাপায় নিহত হন নারী পোশাকশ্রমিক নসিমন (৪০)।
কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, কোনাবাড়ীতে সকাল ৮টার দিকে ডিজাইনটেক্স সোয়েটার কারখানার শ্রমিক নসিমন রিকশায় কারখানায় যাচ্ছিলেন। এ সময় কালিয়াকৈরগামী একটি বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কমপক্ষে ৫০টি যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ২০-২৫ রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। অবরোধের কারণে মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ মিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নছিমন লালমনিরহাটের রায় গোপাল গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
এদিকে, আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়ায় এলাকায় দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন পোশাকশ্রমিক মাজহার। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বেলা পৌনে ১২টা তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মাজহারুল ইসলাম ভিনটেগ ডেনিম গার্মেন্টস কারখানার সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। তার বাড়ি শ্রীপুর পৌর এলাকায়।
মাজহারকে ট্রাকচাপা দেয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভিনটেগ ডেনিম কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকেরাও বিচ্ছিন্নভাবে গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করেন। ঢাকা-ময়মনসিংহে সড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক হয়েছে।