ম্যাগি নুডলস নিয়ে সতর্ক অবস্থানে বিএসটিআই
প্রকাশিত হয়েছে : ১ জুন ২০১৫, ৬:১০ পূর্বাহ্ণ
ভারতের উত্তর প্রদেশে ম্যাগি নুডলসে উচ্চমাত্রার সীসা পাওয়ার পর বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণের সরকারি প্রতিষ্ঠান বিএসটিআইও সতর্কতা হিসেবে ম্যাগী নুডলসসহ বেশ কয়েকটি নুডলস পরীক্ষা করার উদ্যোগ নিচ্ছে।
ভারতে গত মার্চ মাসে নিয়মিত পরীক্ষায় ম্যাগি নুডলসে সীসার অস্তিত্ব পায় ইউপি কর্তৃপক্ষ। পণ্যটির প্রস্তুতকারক নেসলে ইন্ডিয়া এই পরীক্ষার ফলাফল বর্জন করলেও খবরটিতে ভারতজুড়ে তোলপাড় চলছে।
বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণের সরকারি প্রতিষ্ঠান বিএসটিআইএর মহাপরিচালক ইকরামুল হক জানান, বাংলাদেশে ম্যাগি নুডলস তৈরি করে নেসলে বাংলাদেশ। আর যেহেতু নেসলে ইন্ডিয়ার তৈরি ম্যাগি নুডলসে সীসা পাওয়া গেছে তাই ওই খবরে তারা ততটা উদ্বিগ্ন নন।
তবে সতর্কতা হিসেবে ম্যাগি নুডলসসহ বেশ কয়েক প্রকারের নুডলস বাজার থেকে নিয়ে পরীক্ষা করা শুরু করেছে বিএসটিআই। কিছুদিন পরেই ফলাফল পাওয়া যাবে বলে তিনি জানান।
ইকরামুল হক আরও জানিয়েছেন, তারা পণ্যের বিষয়ে জানতে নেসলের সাথে যোগাযোগ করেছেন এবং নেসলেও বলেছে তাদের পণ্যে ক্ষতিকারক কিছু নেই।
কিন্তু ম্যাগি নুডলস পরীক্ষা করেই পণ্যে ক্ষতিকারক উপাদান আছে কি নেই সে বিষয়ে নিশ্চিত হবেন বলে জানিয়েছেন বিএসটিআই মহাপরিচালক ইকরামুল হক।