‘ভূমিখাতে দুর্নীতি রোধে বর্তমান সরকার জিরো টলারেন্স অবস্থানে’— শ্রীমঙ্গলে ভূমি প্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১ জুন ২০১৫, ৯:৪৯ পূর্বাহ্ণ
শ্র্রীমঙ্গল সংবাদদাতা ::
দেশে ভূমি ব্যবস্থাপনায় সাধারণ জনগণের হয়রানি লাঘবে ভূমি আইন সংস্কাররহ অচিরেই ডিজিটালাইজড্ করা হবে। ভূমিখাতে দুর্নীতি রোধে বর্তমান সরকার জিরো টলারেন্স অবস্থান গ্রহণ করেছে।
আজ ১ জুন সোমবার আকস্মিকভাবে শ্রীমঙ্গলের উপজেলা ও পৌর ভূমি অফিস পরিদর্শন শেষে স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আলাপকালে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এ কথা বলেন।
তিনি আরও বলেন, ভূমি অফিস পরিদর্শনকালে সেখানকার দুর্নীতি, হয়রানী ও নানা জটিলতার কথা তিনি জানতে পেরেছেন। এ সমস্যা অনেক দিনের, এগুলো মোকাবেলা করতে বলা যত সহজ করা তত সহজ নয়, তারপরও জনবান্ধব শেখ হাসিনার সরকার মানুষের ভোগান্তি রোধে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজডসহ নানা পরিকল্পনা হাতে নিয়েছে। দেশের মানুষ অচিরেই এর সুফল ভোগ করবেন। একসময় জনগণকে ভূমি খাজনা দিতে অফিসে আসতে হবে না, খাজনার নোটিশ মোবাইল ফোনে জানানো হবে এবং মোবাইল ফোনে খাজনা পরিশোধ করতে পারবেন। সরকারি অফিসে এসে দুর্নীতির মুখে না পড়ে সেজন্য তাদেরকে এসব অফিস থেকে দূরে রাখতে পদক্ষেপ নেয়া হচ্ছে। দুর্নীতি হয়রানি এড়াতে জনগণকে সরকারি অফিস থেকে দূরে থাকারও পরামর্শ দেন মন্ত্রী।
এসময় মৌলভীবাজার জেলা প্রশাসক, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী, সম্পাদক বিকুল চক্রবর্ত্তী প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।