দিরাইয়ে র্যাবের অভিযানে ৫ ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা
প্রকাশিত হয়েছে : ১ জুন ২০১৫, ৭:০৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের দিরাইয়ে র্যাবের অভিযানে ৫ ভুয়া চিকিৎসক আটক ও ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন।
গতকাল ৩১ মে রোববার সকাল ১১টার দিকে পৌর সদরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯ ও সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে ভুয়া দন্ত চিকিৎসক নুর মোহাম্মদ, বিজন হাওলাদার, মিঠুন কান্তি দাস তপন, লোকমান মিয়া ও হারুন অর রশিদকে তাদের নিজ চেম্বার থেকে আটক করা হয়। আটককৃতদের সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসার নেতৃত্বে পরিচালিত র্যাবের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন।
পৌর সদরের আনোয়ারপুর গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে নুর মোহাম্মদকে ৬ মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের জেল, হারানপুর গ্রামের হরনাথ হাওলাদারের ছেলে বিজন হাওলাদারকে ৪ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের জেল, চানপুর গ্রামের অনুপ কুমার দাসের ছেলে মিঠুন কান্তি দাস তপনকে ৬ মাসের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে ১ মাসের জেল, চন্ডিপুর গ্রামের মৃত আবদুল ওয়াহিদ মিয়ার ছেলে লোকমান মিয়াকে ৬ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১মাসের জেল ও ভরারগাও গ্রামের হারুন অর রশিদকে ৬ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১মাসের জেল প্রদান করা হয়।
এ ছাড়া দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপ-সহকারি মেডিকেল অফিসারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, সাজাপ্রাপ্তরা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চিকিৎসা করে আসছিলেন। অন্যদিকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে বিমল দাস, রথীন্দ্র সূত্রধর, এস কে বর্মণ, রিংকু রায়সহ অনেক ভুয়া চিকিৎসকরা চেম্বার গুটিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা বলেন, বাংলাদেশ দণ্ডবিধি ডেন্টাল আইন ১০(২৯) ধারা মোতাবেক ভুয়া ডাক্তার হিসেবে তাদেরকে-জেল জরিমানা দিয়ে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।