বিশ্ব তামাকমুক্ত দিবস আজ
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০১৫, ৭:৩৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ। ‘তামাকের অবৈধ ব্যবহার বন্ধ কর’— প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
এ উপলক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সকাল ৮টায় শোভাযাত্রা বের হয়েছে। ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া দেশের সব জেলায় সরকারি উদ্যোগে দিবসটি পালন করা হবে।
দিবসটি উপলক্ষে সোনারগাঁও হোটেলে মানস-এর উদ্যোগে সংবাদ সম্মেলনে তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর প্রস্তাব হয়। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, মানসে’র সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার, মানস সভাপতি অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী এতে বক্তৃতা করেন। তা ছাড়া জাতীয় প্রেস ক্লাবে অপর এক গোলটেবিল আলোচনায় তামাকজাত দ্রব্যের অবৈধ ব্যবসা বন্ধের আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্ত প্রমুখ।