রাজনগরে সড়ক দুর্ঘটনায় আহতের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০১৫, ১১:৫৪ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় আহত সাত্তার মিয়ার মৃত্যু হয়েছে। আজ ৩০ মে শনিবার ভোর রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মে উপজেলার ফতেহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর বাজারের পাশে একটি পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহতহন বালাগঞ্জ উপজেলার সাত্তার মিয়া (৫৬), বাবলি বেগম (২২), মিনারা বেগম (৪০) সহ ৫ জন। আহতদের প্রথমে মৌলভীবাজার ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আহত সাত্তার মিয়া আজ শনিবার ভোর রাতে মৃত্যু হয়।
আজ বিকাল সাড়ে ৫টার সময় নামজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।