কমলগঞ্জে যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০১৫, ১১:১৬ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার এলাকা থেকে রশিদ মিয়া (৪৫) নামে যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৩০ মে শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
রশিদ মিয়া উপজেলার আদমপুর ইউনিয়নের জাঙ্গারাই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
কমলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসাইন যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতারের বিষয়টি স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদমপুর বাজারে অভিযান চালিয়ে রশিদকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, রশিদ সিআর মামলায় যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত আসামি। এতোদিন তিনি পলাতক ছিলেন। গ্রেফতারকৃত রশিদ মিয়াকে শনিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।