মৌলভীবাজারে বজ্রপাতে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০১৫, ১২:৪৬ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের সদর উপজেলায় বজ্রপাতে রায়হান মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ ২৯ মে শুক্রবার দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারায়ণপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রায়হান নারায়ণপাশা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
বজ্রপাতে শিশু মৃত্যুর খবর নিশ্চিত করে নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, দুপুরে ঝড়-বৃষ্টির সময় শিশুটি বাড়ির পাশের মাঠে গরু আনতে যায় । এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়।