ধর্ষণ ও যৌন হয়রানীর প্রতিবাদে শমশেরনগরে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০১৫, ৮:৫৭ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
সারাদেশে নারী ও শিশু ধর্ষণসহ যৌন হয়রানির প্রতিবাদে অপরাধীকে কঠোর শাস্তি প্রদানের দাবিতে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আজ ২৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শমশেরনগর চৌমুহনা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
নারী ও শিশু ধর্ষণসহ যৌন হয়রানির প্রতিবাদে আজ সকাল সাড়ে দশটায় শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ, এ এ টি এম উচ্চ বিদ্যালয়, হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুল মছব্বির একাডেমী, আইডিয়াল কিন্ডার গার্টেন ও শমশেরনগর চা বাগানের শিক্ষার্থীদের অংশগ্রহনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
শমশেরনগরে সাধারণ শিক্ষার্থীদের এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন ও উদিচি মৌলভীবাজার জেলা শাখা সংহতি প্রকাশ করেছে।
মানবন্ধন কর্মসূচি পালনকালে বক্তারা নারী, স্কুল কলেজের ছাত্রী, চাকুরীরত নারীদের নিরাপত্তা, ধর্ষক ও যৌন হয়রানিকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদানের দাবি করেন।
মানববন্ধনে অংশগ্রহন করে বক্তব্য রাখেন ইউপি সদস্যা মেরি রালফ, মিখা পিরেগু, কৌশিক ধর চৌধুরী, সুদীপ্ত ধর, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলার শাখার সভাপতি মিজু আহমদ, প্রমুখ।