ফেঞ্চুগঞ্জে ৫ মাস ধরে বেতন পাচ্ছেন না গ্রাম পুলিশ সদস্যরা
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৫, ৮:৪৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে কর্মরত ২২ জন গ্রাম পুলিশ দীর্ঘ ৫ মাস ধরে বেতন পাচ্ছেন না। বেতন না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব গ্রাম পুলিশ সদস্য।
ভূক্তভোগীরা জানান, গত জানুয়ারি থেকে উপজেলার তিনটি ইউনিয়নের গ্রাম পুলিশদের বেতন দেয়া হচ্ছে না।
ঘিলাছড়া ইউনিয়ন গ্রাম পুলিশের দফাদার আব্দুল হাই বলেন, বেতন না পাওয়ায় পরিবার নিয়ে বড় কষ্টের মধ্যে আছি। এমনিতেই বেতন পাচ্ছি না, তার ওপর প্রতি মঙ্গলবার থানায় হাজির হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর দিতে আসা যাওয়ার যে গাড়ি ভাড়া, সেটাও কর্জ করে নিয়ে আসি।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সানোয়ারুল হক বলেন, স্থানীয় ইউএনও না থাকার কারণে সমস্যাটা হয়েছে। অচিরেই এই সমস্যার সমাধান করা হবে।