বড়লেখায় ইউপি সদস্য পদে উপ-নির্বাচন
পরাজিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া: আহত ১০, পুলিশের গুলিবর্ষণ
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৫, ৫:৪৮ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ফলাফল ঘোষণা শেষে পরাজিত দুই প্রার্থীর সমথর্কদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড গুলিবর্ষণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মজির উদ্দিন কিছুদিন আগে দুর্বৃত্তের হামলায় নিহত হন। ইউপি সদস্য পদ শূন্য হলে সোমবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এ উপ-নির্বাচনে আটজন প্রার্থী ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নান্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ছ’টায় প্রিসাইডিং অফিসার মাসুদ করিম আনোয়ার হোসেনকে (প্রাপ্ত ভোট ৩৮৩) বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মখলিছুর রহমান (প্রাপ্ত ভোট ৩৬৪)। ফলাফল ঘোষনার পরই কেন্দ্রের বাইরে অবস্থানরত পরাজিত প্রার্থী জুয়েল আহমদ ও আব্দুর রহমান বাবুলের কর্মী-সমর্থকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হন। নির্বাচনী কেন্দ্রে মারাত্মক বিশৃংখলার সৃষ্টি হলে পুলিশ দুই রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দু’জন পরাজিত প্রার্থীর সমর্থক কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ দুই রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।