‘শবে বরাতকে অস্বীকার করে মুসলমানদের গোমরাহ বানাচ্ছে চরমপন্থীরা’— আলহাজ হাফিয সাব্বির আহমদ
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৫, ১১:৪১ পূর্বাহ্ণ
লন্ডন সংবাদদাতা ::
সিলসিলা ইসলামিক সোসাইটি ইউকে, কভেন্ট্রির পরিচালক ও হযরত সৈয়দ শাহ মোস্তফা জামে মসজিদ আবাডিন’র খতিব আলহাজ হাফিয সাব্বির আহমদ বলেছেন, বরকতময় রাত শবে বরাত কুরআন হাদিসে নেই এমন বক্তব্য দিয়ে একদল চরমপন্থী মুসলমানদের গোমরাহীর পথে নিয়ে যাচ্ছে। এরা তারাবিহর নামাযকেও বারো রাকায়াতে নামিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত ।
তিনি বলেন, যারা ইসলামের নামে জঙ্গীবাদ ও মুসলমানদের চরমপন্থী হতে শেখায় তারাই শবে বরাতের বিরুদ্ধে মিডিয়ায় উস্কানীমূলক বক্তব্য রাখছে। এদের হীন এ অপচেষ্টা নস্যাৎ করে দিতে হকপন্থী আলেম উলামাদের আরো বেশি ত্যাগের নজরানা পেশ করতে হবে। এদের জাহেলী কথাবার্তার অসারতা প্রমাণে নিজস্ব মিডিয়া সৃষ্টি করতে হবে ।
গত ২৪ মে লন্ডন সময় বিকাল দুইটায় ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রিতে অনুষ্ঠিত শবে বরাতের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ হাফিয সাব্বির আহমদ একথাগুলো বলেন ।
সভায় কোরআন তেলায়াত করেন মো. সাইফুদ্দীন ও নাতে রাসুল পরিবেশন করেন মো. হানিফ উদ্দীন।
হযরত শাহজালাল জামে মসজিদ কভেন্ট্রির চেয়ারম্যান ও ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির উপদেষ্টা আলহাজ মোতাচ্ছিম আলী সিতু মিয়ার সভাপতিত্বে ও আলহাজ জসিম উদ্দিনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানকায়ে লতিফিয়া ইউকের পরিচালক, সুফী ক্বারী মো. আব্দুল মুনতাকিম, হাফিয মো. নূরুল ইসলাম, মো. এমাদ উদ্দিন, মো. আলতাব উদ্দিন, মো. রেজাউল হক, মো. গোলাম কিবরিয়া প্রমুখ।
খানকায়ে লতিফিয়া ইউকের পরিচালক, সুফী ক্বারী মো. আব্দুল মুনতাকিম বলেন, শবে বরাতের পুণ্যময় রাতে বেশি বেশি জিকির আযকার, দুরুদ শরীফ ও নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর কাছে গোনাহ মাফের তওবা করতে হবে। দুনিয়া ও আখেরাতের সুখ-সমুদ্ধি কামনা করতে হবে।