রাজনগরে আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের গডফাদার গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৫, ৯:৩০ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশ আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের গডফাদার দুরুদ মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে। আজ ২৫ মে সোমবার দুপুরে মৌলভীবাজার শহর থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাজনগর থানায় ৫টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ডেফলউড়া গ্রামের মৃত সুজিদ মিয়ার ছেলে দুরুদ মিয়া (৩৫) জেলার বড়লেখা, জুড়ি, কুলাউড়া, কমলগঞ্জ, সিলেট জেলার ফেঞ্জুগঞ্জ, দক্ষিণ সুরামসহ উপজেলার বিভিন্ন এলাকার গরু চোর সিন্ডিকেট চালিয়ে আসছে। ওইসব এলাকার চোরাই গরু তার নেতৃত্বে বিভিন্ন বাজার ও কসাইখানায় বিক্রি হয়ে আসছিল। গত ১ মাসে রাজনগর থানার পুলিশ ওই সিন্ডকেটের ৮ সদস্য, ১৪টি গরু, ৩টি প্রাইভেট কার ও ৩টি ট্রাক আটক করে। আটককৃতদের বিভিন্ন সময় রিমান্ডে এনে সিন্ডিকেটের মূলহোতা দুরুদ মিয়ার নাম উঠে আসে। এসব ঘটনায় রাজনগর থানায় তার বিরুদ্ধে ৫টি মামলা হয়।
আজ সোমবার দুপুরে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) হিল্লোল রায় ও আবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজার শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, সে মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন এলাকায় গরু চুরি সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে আসছিল। তার স্বীকারোক্তি নিয়ে বাকি সদস্যদের আটকের চেষ্টা চলছে।