গাজীপুরে লেগুনা ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৫, ১২:০৮ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
গাজীপুরে আসামিসহ পুলিশের লেগুনা ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আসামীসহ ৬ জন নিহত হয়েছেন, আহত হন পুলিশসহ অন্তত ১৩ জন।
আজ ২৫ মে সোমবার বিকাল পৌনে চারটার দিকে ঢাকা-গাজীপুর মহাসড়কের পোড়াবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিন পুলিশ ও দুই আসামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আবদুল মোতালিব জানান, পুলিশের ভাড়া করা একটি লেগুনা শ্রীপুর থানার ১৩ জন আসামি নিয়ে গাজীপুর জেলা শহরে আসছিল। লেগুনাটি গাজীপুরের শ্রীপুর থানা থেকে ১৩ জন আসামি নিয়ে গাজীপুর আদালতে যাচ্ছিল। লেগুনায় পুলিশ সদস্য ছিল পাঁচজন। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। আর আশঙ্কাজনক অবস্থায় আহতদের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায় একজন।
নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য ও একজন লেগুনার হেলপার রয়েছেন।
ঢাকার সিভিল সার্জন আলী হায়দার খান জানান, অবস্থা গুরুতর হওয়ায় তিন পুলিশ সদস্য ও দুই আসামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম ও পুলিশ সুপার মো. হারুন অর রশীদ আহতদের দেখতে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান।