কোম্পানীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ বিদেশি মদসহ যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৫, ৮:৩১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মদের চালানসহ কাউছার আহম্মদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আজ ২৫ মে সোমবার সকাল এগারটার দিকে সীমান্তের দক্ষিণ রনিখাই বাউরাবিল এলাকা থেকে চালানটি জব্ধ করা হয়।
মদের চালানসহ গ্রেফতারকৃত যুবক কাউছার আহম্মদ (২০) কোম্পানীগঞ্জ উপজেলার পাঁদারগাঁও গ্রামের বাসিন্দা মৃত আব্দুল সোবাহানের ছেলে।
র্যাব-৯ জানায়, অভিযানকালে ৯০ বোতল এসি ব্লাক হুইস্কি, চারশ’ ২৫ বোতল অফিসার্স চয়েস, ৯৩ বোতল ব্লু-রিবেন্ট ট্যাংগো, ৯৩ বোতল ম্যাকডোনাল্ডসহ মোট ৭০১ বোতল মদ জব্ধ করা হয়।