বড়লেখায় জাতীয় দলের ক্রিকেটার তাসকিনকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০১৫, ১০:৫৮ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখার বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমদকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
প্রজন্ম ‘৭১ বড়লেখা শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান শুরুর আগ থেকেই প্রিয় ক্রিকেটার তাসকিনকে কাছ থেকে একনজর দেখার জন্য দর্শকদের আগমনে মুখরতি হয়ে উঠে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকা। রোববার সন্ধ্যা ৭টায় সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছালে উপস্থিত হাজারও ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস আর কলরবে মুখরিত অনুষ্ঠানে ভক্তদের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় শিক্ত হন তাসকিন আহমদ।
প্রজন্ম ৭১’র সভাপতি এমদাদুল ইসলাম সজলের সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন ও সদস্য রেহান পারভেজ রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি তাসকিন আহমদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর তানজীব আহসান সাদ, মোহনা টিভির ডিরেক্টর মো. জসীম উদ্দিন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ইউএনও সৈয়দ আমিনুর রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যন বিবেকান্দ দাস নান্টু, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন প্রমুখ।
সভা শেষে অতিথিরা তাসকিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।