কাল থেকে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কে অবস্থান ধর্মঘট
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০১৫, ৯:৩২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আগামীকাল সোমবার সকাল ৬ টা থেকে সিলেট-ঢাকা মহাসড়কে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট আহ্বান করেছে সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি. নম্বর-৭০৭)।
গত ২১ শে মে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক চাঁদা দাবি করে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক শাখার স্টেশন রোডস্থ ভূইয়া পেট্রোল পাম্প সংলগ্ন স্ট্যান্ডে হামলা চালিয়ে বেশ কয়েকটি অটোরিক্সা ভাঙচুর, চালকদের মারধর ও হত্যার হুমকি এবং অজ্ঞাত কারণে দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্তৃক দায়েরকৃত এজাহার রেকর্ড না করার প্রতিবাদে এ কর্মসূচির ঘোষণা দেয় সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন।
কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে একাত্মতা ঘোষণা করেছে সিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক-শ্রমিক জোট (রেজি নং-২০৯৭)। কর্মসূচি চলাকালে চন্ডিপুল পয়েন্টে মূল সমাবেশের আয়োজন করা হলেও সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে শাখা কমিটির শ্রমিকরা অবস্থান গ্রহণ করবে।
গতকাল শনিবার নগরীর স্টেশন রোডস্থ প্রধান কার্যালয়ে ইউনিয়নভূক্ত সিলেট-মৌলভীবাজার লাইনভূক্ত প্রতিটি আঞ্চলিক শাখা কমিটির সভাপতি ও সম্পাদকদের সমন্বয়ে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি সুন্দর আলী খান, সহ-সভাপতি মানিক খান, লালাবাজার শাখার আহ্বায়ক শফিক মিয়া, চন্ডিপুল শাখার আহ্বায়ক শাহীন আহমদসহ নর্থ-ইস্ট শাখা, নাজিরবাজার, কুরুয়া, দয়ামীর, তাজপুর, গোয়ালাবাজার শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভা চলাকালে সিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক-শ্রমিক জোট (রেজি নং-২০৯৭)-এর কার্যকরী সভাপতি মতছির আলী বক্তব্য রাখেন।