শ্রীমঙ্গলে চা শ্রমিকের মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০১৫, ৮:৩৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের সোনাছড়া চা বাগান থেকে বিরজু তাঁতী (২৭) নামে এক চা শ্রমিকের উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ২২ মে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। বিরজু তাঁতী একই ইউনিয়নের সোনাছড়া চা বাগানের চা শ্রমিক কুমার তাঁতীর ছেলে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাগানের সাত নম্বর সেকশনে বিরজুর মৃতদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।