আজ এফবিসিসিআই’র পরিচালনা পর্ষদের নির্বাচন
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০১৫, ৬:৪৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আজ শনিবার দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন। ২০১৫-১৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা হবে মূলত দুই প্যানেলের মধ্যে। ‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ’ নামে একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান পরিচালনা পর্ষদের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী। ‘ব্যবসায়ী উন্নয়ন পরিষদ’ নামে অপর প্যানেলের নেতৃত্বে রয়েছেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ, যিনি এর মধ্যেই রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে পরিচালক হয়েছেন। এছাড়া কয়েকটি অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে আরেকটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন কাজী এরতেজা হাসান।
এবারের নির্বাচনে মোট ২১৯৬ জন ভোটারের মধ্যে ৭৮টি চেম্বারের ৪৩২ জন এবং ৩৫৫টি অ্যাসোসিয়েশনের ১৭৬৪ জন রয়েছেন। এসব ভোটাররা চেম্বার গ্রুপ থেকে ১৬ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৬ জন পরিচালক নির্বাচিত করবেন। নির্বাচনে চেম্বার গ্রুপ থেকে ৩২ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি করে বিশেষ চেম্বার ও অ্যাসোসিয়েশন রয়েছে, যাদের থেকে একজন করে প্রতিনিধি এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদে মনোনীত পরিচালক হিসেবে অংশ নেবেন। এই নির্বাচিত ও মনোনীত পরিচালকরাই পরবর্তীতে পরিচালনা পর্ষদের সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন। এই মেয়াদে চেম্বার গ্রুপ থেকে সভাপতি, অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে প্রথম সহ-সভাপতি ও চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হবে। ২৫ মে এই তিনটি পদে নির্বাচন হবে। ২৮ মে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ এই নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।