হবিগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০১৫, ১:৪৩ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেনসিডিলসহ আবদাল মিয়া (৪৫) এবং মাধবপুরে অভিযান চালিয়ে বিদেশি মদসহ মজিবুর রহমান সুজন নামে দু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ ২২ মে শুক্রবার দুপুরে ব্যবসায়ী আবদাল মিয়াকে ডিবি পুলিশ এবং গতকাল সন্ধ্যায় সুজনকে র্যাব গ্রেফতার করে।
ডিবি পুলিশ জানায়, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র উপপরিদর্শক (এসআই) সুদীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জের দাউদনগর এলাকায় অভিযান চালায়। এসময় আবদাল মিয়াকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ওই পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে, ব্যবসায়ী সুজনকে ৪৯ বোতল বিদেশি মদ ও ৩৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র এএসপি হায়াতুন-নবী’র নেতৃত্ব্বে একটি দল উপজেলার জিন্নতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুজন ওই উপজেলার বেজুরা গ্রামের মৃত সাজিদুর রহমানের ছেলে।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিও স্কোয়াড্রন লিডার মোসাব্বির হোসেন জানান, আটককৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় অর্ধলক্ষ টাকা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে মাধবপুর থানায় হস্তান্তর করা হলে পুলিশ শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে।