রাজনগরের মাদক সম্রাটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০১৫, ১:০১ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে এক মাদক সম্রাটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাত-৯। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। গতকাল ২১ মে বৃহস্পতিবার রাতে উপজেলার মাথিউড়া চা বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এব্যাপারে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি বাদি হয়ে মামলা করেছেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি হাফিজুর রহমানের নেতৃত্বে একদল র্যাব সদস্য উপজেলার মাথিউড়া চা বাগানে অভিযান চালায়। এ সময় রাজনগর উপজেলার মাদক সম্রাট হিসেবে পরিচিত ওই বাগানের মৃত লাল রাজভরের ছেলে গোপাল রাজভর (২৩) ও তারা ভাই প্রমেশ রাজভর (৩৩) এবং তাদের সহযোগী রণজিত রবিদাসকে (৩৫) আটক করা হয়। তাদের কাছে থেকে ১ কেজি গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল, ৫ বোতল বিদেশি মদ, ১ বোতল এসি ব্ল্যাক, ১ বোতল রয়েল স্টেজ, ১ বোতল ভটকা, ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
আজ ২২ মে শুক্রবার ভোররাতে র্যাবের ডিএডি হাফিজুর রহমান আটকৃতদের থানায় হস্থান্তর ও তিনি বাদী হয়ে রাজনগর থানায় মামলা (নং-২২, ২২/৫/১৫) দিয়েছেন। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে মাদক সম্রারাট গোপাল রাজভর আটক হওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে। রাজনগর উপজেলার বিভিন্ন স্পটে সে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এর আগেও সে পুলিশের হাতে আটক হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হিল্লোল রায় বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদের আটক করায় এলাকায় স্বস্তি নেমে এসেছে। এদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।