বড়লেখা কমিউনিটি ক্লিনিক সম্পর্কিত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৫, ৩:৫৯ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
কমিউিনিটি ক্লিনিক কার্যক্রমের সাথে জনগণের সম্পৃক্ততা আরও বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার সকালে মাসব্যাপী উপজেলা পর্যায়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কবুতর উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। এ প্রচার কার্যক্রম ২১ মে থেকে ২০ জুন পর্যন্ত সারাদেশে চলবে।
আজ ২১ মে বৃহস্পতিবার সকাল ১১টায় মৌলভীবাজারের বড়লেখার নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ শাহাব উদ্দিন এমপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক কামরুল হাসান, উপজেলা চেয়ার্যমান রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাইম মাহমুদ হাসান প্রমুখ।