কুলাউড়ায় ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৫, ১:৩৯ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ায় ২ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ২১ মে বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের এ দণ্ড প্রদান করেন।
দণ্ড প্রাপ্ত দু মাদক ব্যবসায়ী হলেন- ব্রাহ্মণবাজারের লোহাউনি চা বাগানের মৃত হরিদাস মহালের পুত্র নিরদ মহালী (৫২) ও একই চা বাগানের ঝর্নাটিলা এলাকার বাসিন্দা মৃত হরিদাস মহালীর পুত্র মতি মহালী (৫০)।
জানা যায়, আজ বিকেলে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯(১) এর ৭ (ক) ধারায় ২ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।