কমলগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচনে ৫ জনের মনোনয়ন পত্র দাখিল
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৫, ১:৫৯ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আজ বৃহস্পতিবার ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়ন পত্র দাখিলকৃতরা হলেন- ১নং সংরক্ষিত আসনে নুরজাহান ইসলাম (পতনঊষার ইউপি নারী সদস্য), মেরী রাল্ফ (শমশেরনগর ইউপি নারী সদস্য), ২নং সংরক্ষিত আসনে মোছা. আরফা আক্তার (কমলগঞ্জ পৌরসভার নারী কাউন্সিলর) ও ৩নং সংরক্ষিত আসনে রাবিয়া বেগম (আদমপুর ইউপি নারী সদস্য)।
কমলগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনে ৩ জন নারী সংরক্ষিত সদস্য নির্বাচিত হবেন। ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩০ জন নারী ইউপি সদস্য/ পৌরসভার নারী কাউন্সিলরা ভোট দিয়ে নারী সদস্য নির্বাচন করবেন।
আজ বৃহস্পতিবার মনোনয়ন জমাদানের শেষ দিনে কমলগঞ্জে সহকারী রিটানিং অফিসারের কাছে নুরজাহান ইসলাম, মোছা. আরফা আক্তার ও রাবিয়া বেগম এবং মৌলভীবাজারে রিটার্নিং অফিসারের কাছে মেরী রাল্ফ মনোনয়নপত্র জমা দেন। আগামী ২৩ মে শনিবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসারের কার্যালয়ে কমলগঞ্জ উপজেলার পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্যদের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ নির্বাচন কমিশন সারা দেশে ৪৬০টি উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচনে তফসিল ঘোষনা করেছে। জেলা নির্বাচন কর্মকর্তা রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটারিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে। তার অংশ হিসাবে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভাকে জনসংখ্যা অনুপাতে ভাগ করে ৩টি সংরক্ষিত আসন করা হয়েছে। এতে মোট ৩ জন নারী সদস্য নির্বাচিত হবেন।