রাজনগরে উত্তরভাগ ও মুন্সিবাজার ইউপির বাজেট পেশ
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০১৫, ১২:১১ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ও মুন্সিবাজার ইউনিয়নের ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে।
আজ ১৯ মে মঙ্গলবার সকালে উত্তরভাগ ইউপি চেয়ারম্যান মো. জিতু মিয়ার সভাপতিত্বে¡ ইউনিয়ন পরিষদে আয়োজিত বাজেট পেশ অনুষ্ঠানে ৬৩ লাখ ৫৯ হাজার ৪১৬ টাকার বাজেট পেশ করেন ইউপি সচিব সুজিত লাল দাশ। এ অর্থ বছরে ৫৮ লাখ ৯৪ হাজার ৭০৪ টাকা ব্যয় ধরা হয়েছে। এতে উদ্বৃত্ত থাকবে ৪ লাখ ৬৪ হাজার ৪১২ টাকা।
বাজেট পেশ শেষে বক্তব্য রাখেন মৌলভীবাজার স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, ইউপি সদস্য আব্দুল গনি, ইউপি সদস্য ঝুনু মিয়া প্রমুখ।
এদিকে, আজ দুপুরে মুন্সিবাজার ইউনিয়নের বাজেট পেশ করা হয়। ইউপি চেয়ারম্যান ছাতির মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত বাজেট পেশ অনুষ্ঠানে ৭৫ লাখ ৪১ হাজার ৮৫১ টাকার বাজেট পেশ করেন ইউপি সচিব রুখসানা আক্তার। এতে ব্যয় ধরা হয়েছে ৭১ লাখ ৩৫ হাজার ৮০৩ টাকা। উদ্বৃত্ত থাকবে ৪ লাখ ৬ হাজার ৪৮ টাকা।
মুন্সিবাজার ইউনিয়নে বাজেট পেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না।
বাজেট পেশ শেষে বক্তব্য রাখেন- করিমপুর খলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় কান্তি ভট্টাচার্য, ইউপি সদস্য মোস্তাক আহমদ চৌধুরী প্রমুখ।