মৌলভীবাজার শহর এখন সিসি ক্যামেরার আওতায়
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০১৫, ৫:১৩ পূর্বাহ্ণ
বিশেষ সংবাদদাতা ::
মৌলভীবাজার শহরের ব্যস্ততম এলাকা চৌমোহনাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে কুসুমবাগসহ সারা শহরকে এর আওতায় আনা হবে।
জানা গেছে, স্থানীয় অনুদানে এটি বাস্তবায়ন করছে মৌলভীবাজার পুলিশ প্রশাসন। গত ১২ মে সকালে স্থানীয় একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে প্রাথমিকভাবে চৌমোহনায় ৪টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। পরবর্তিতে কুসুমবাগ এলাকায় বসানো হবে। ক্যামেরা স্থাপনের উপযুক্ত স্থান চিহ্নিতকরণের কাজ চলছে।
সম্প্রতি শহরে নানা ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অপরাধ প্রবণতা মনিটরিং করা এবং জনজীবনের নিরাপত্তা বিধানের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
এদিকে ক্যামেরা চালুর পর পর্যবেক্ষণ শুরু হয়েছে।
মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম সিসি ক্যামেরার মনিটরিং স্থান থেকে মুঠোফোনে জানান, ‘এইতো চৌমোহনার সব কিছু দেখা যাচ্ছে।’ তিনি আরও জানান স্থানীয় অনুদানে এই উদ্যোগ নেয়া হয়েছে। পুলিশ কন্টোলরোম সংস্কার করা হবে। বিভিন্ন কোম্পানির ক্যামেরা আনা হয়েছে কতটুকু কাজ করে সেটি দেখার পর সারা শহরকে পর্যায়ক্রমে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।