কমলগঞ্জের কানিহাটি চা বাগানে এক যুবকের রহস্যজনক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০১৫, ১০:২৮ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্স শমশেরনগর চা বাগানের ফাঁড়ি কানিহাটি চা বাগানে শনিবার দিবাগত রাতে এক যুবকের রহস্যজনক মৃতুতে সাধারণ শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ছেন। নিহত যুবকের রহস্যজনক মৃত্যুর পর রাতে ঘরের সামনে উঠানে হাটু মাটিতে লাগিয়ে বসিয়ে রেখে ও গলায় দড়ি বেঁধে গাছের ডালের সাথে আকটানো দেখা যায়। গত কয়েক মাসে এই বাগানে রহস্যজনকভাবে আরও ৪ জন ও ২ জন হত্যার শিকার হওয়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বাড়ছে।
চা বাগানের শ্রমিকরা জানান, বাগানের বড় লাইনের চা শ্রমিক অর্জুন সিং (২৮) কে মেরে ফেলার পর ঘরের উঠানে হাটু মাটিতে লাগিয়ে বসিয়ে রেখে গলায় দড়ি বেঁধে গাছের ডালের সাথে বেঁধে রাখা হয়। তবে অর্জুনের বড় বোন রিপি সিং বলেন, একটি পক্ষ তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে রশি দিয়ে বেঁধে রেখে আত্মহত্যা চালিয়ে দিতে ষড়যন্ত্র শুরু করেছে।
স্থানীয় ইউপি সদস্য সিতারাম বিন বলেন, এ ঘটনা নিয়ে শ্রমিকরা আতঙ্কিত রয়েছেন। এসব ঘটনা নিয়ে সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে সত্যতা বেরিয়ে আসবে। ইতিপূর্বে এই বাগানে ৪ জনের রহস্যজনক মৃত্যু ও ২ জনকে হত্যার ঘটনায় আতঙ্ক বাড়ছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মতিউর রহমান বলেন, লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে ঘটনা বুঝা যাবে। তাছাড়া অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।