টিসএসসিতে যৌন নিপীড়নের সাথে সম্পৃক্তদের শাস্তির দাবিতে
মৌলভীবাজারে ছাত্র ইউনিয়নের গণস্বাক্ষর কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০১৫, ১১:০০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পহেলা বৈশাখে টিএসসিতে বর্বরোচিত যৌন নিপীড়নের সাথে সম্পৃক্তদের শাস্তিসহ ৬ দফা দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে। আজ ১৮ মে সোমবার দুপুর ১১.৩০ টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন হয়।
গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন লেখক ও গবেষক মাহফুজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি কামরুল হাসান মিজু, সাবেক সভাপতি রমাপদ ভট্টাচার্য্য জাদু, উদীচী মৌলভীবাজারের সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী ইমু প্রমুখ।