কুলাউড়ায় জাল টাকাসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০১৫, ৩:৫২ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার শ্রীপুর এলাকায় শায়েস্তা মিয়া নামে এক যুবককে জাল টাকাসহ গ্রেফতার করেছে পুলিশ। গত ১৭মে রোববার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, শায়েস্তা মিয়ো শ্রীপুরের লিমন মিয়ার দোকানে ২শত টাকার বাজার কিনে ১হাজার টাকার নোট প্রদান করে। দোকানদার টাকাটি দেখে জাল নিশ্চিত করেন। এসময় তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে তল্লাসী করলে তার কাছ থেকে আরও দশ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। পরে স্থানীরা তাকে ইউপি চেয়ারম্যান মো. রফিক আহমদের মাধ্যমে থানায় প্রেরণ করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ১৮মে সোমবার সকালে থানায় একটি মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।