রাজনগরে সাজার দুই বছর পর আসামী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে আদালত কর্তৃক সাজা দেয়ার ২বছর পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজনগর থানার পুলিশ। আজ ১৫ মে শুক্রবার ভোররাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁওয়ের মখলু মিয়ার ছেলে মো. আব্দুল মুহিত (৩৬) ২০০৮ সালে সিলেটের ওসমানীনগর থানায় গরু চুরির মামলায় (জিআর ৬৭/৮) আসামী। ২০১৩ সালে ওই মামলায় সিলেটের আদালতে তার ৬ মাসের সাজা হয়। মামলার পর থেকে সে পলাতক ছিল। আজ শুক্রবার ভোর রাতে বালাগঞ্জ উপজেলার নতুন সুনামপুর গ্রামে মুহিত মিয়ার শ্বশুর বাড়ি থেকে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) সুজিত চক্রবর্তী বালাগঞ্জ পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করেন।
শুক্রবার বিকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।