শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৫, ৭:২০ পূর্বাহ্ণ
বিশেষ সংবাদদাতা ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কের কালাপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে ১৪ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার সময়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার সময় মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের কালাপুর নামক স্থানে একটি মোটরসাইকেল ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । এতে ঘটনাস্থলে মিল্লাত মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত তার বাড়ি মৌলভীবাজারের কোনাগাঁও গ্রামে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। তাদেরকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভ করা হয়ছে। তবে তাৎক্ষনিক ভাবে তাদের পরিচয় জানা যায়নি ।
শ্রীমঙ্গল থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ছে।