কুলাউড়ায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৫, ৭:৪৬ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীভাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজার থেকে গতকাল ১৪ মে বৃহস্পতিবার শাম্মি আক্তার (১৪) নামক এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের তীরের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরী শাম্মি আত্মহত্যা করে। পাশে একটি চিরকুট রেখে গেছে কিশোরী শাম্মি। পুলিশ সেই চিরকুটে কী লেখা তা প্রকাশ না করায় মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিরবাজার উম্মর আলীর কলোনীতে বসবাস করে হেলাল মিয়ার পরিবার। বৃহস্পতিবার সকালে হেলাল মিয়ার কারারুদ্ধ ছেলে আল আমিনকে দেখতে স্ত্রী করিমা বেগমও আল আমিনের স্ত্রী মৌলভীবাজার যান। বাসায় কিশোরী শাম্মীকে একা রেখে যান। দুপুরে কোন একসময় কিশোরী শাম্মী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে কুলাউড়া থানায় খবর দেয়। খবর পেয়ে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তেও জন্যে প্রেরণ করা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে হত্যা না আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।