রাজনগরে কৃষকদের অংশগ্রহণে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০১৫, ৯:৫৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ৪০জন কৃষকের অংশগ্রহণে অপ্রধানশস্য উৎপাদন ও সংরক্ষণের উপর ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন এমসিপিপিএন্ডএমপি প্রকল্পের আওতায় ডাল, তেল ও মসলা জাতীয় ফসল উৎপাদনকে উৎসাহিত করার লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. অলিউল্লাহ খানের সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আইনুর আক্তার পান্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান।
উপজেলা পল্লী উন্নয়ন অফিস সত্রে জানা যায়, বিদেশ থেকে ডাল, তেল ও মসলা জাতীয় দ্রব্য ক্রয় করে যে বিপুল পরিমাণ দেশিয় মুদ্রা খরচ হয় তা রোধ করার লক্ষে কৃষক পর্যায়ে উৎবুদ্ধ করে এসব শস্য চাষের ব্যবস্থা করানোই ছিল প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য। প্রশিক্ষণ শেষে কৃষকদের মধ্যে ৪% সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা মো. অলিউল্লাহ খান জানান, এ প্রকল্পের আওতায় রাজনগর উপজেলায় এ পর্যন্ত ৪৫০জন কৃষককে প্রশিক্ষণের পাশাপাশি ১৫ জনকে ৩.৩৭লক্ষ টাকা ঋণ প্রদান হবে।
সমাপনি দিনে প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মধ্যে সার্টিফিকেট ও বিআরডিবির পরিচালনাধীন সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচি (সদাবিক) এর ১৮জন সদস্যের মাঝে ঋণ বিতরণ করা হয়।
৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অপ্রধান শস্য (ডাল,তেল,মসলা) চাষের উপর বিশেষজ্ঞগণের তত্ত্বাবধানে ২৫টি অধিবেশন পরিচালিত হয়।