পল্লবীতে বাসায় ঢুকে দুজনকে খুন, আটক ২
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০১৫, ১২:২৪ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাজধানীর পল্লবীর একটি বাসায় ঢুকে আজ বুধবার দুপুরে দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁরা হলেন ওই বাসার গৃহকর্ত্রী সুইটি আক্তার (২৪) ও তাঁর মামা শ্বশুর আমিনুল ইসলাম (৪৬)।
পল্লবীর ২০ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির ছয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ওই বাসার গৃহকর্তা জাহিদুল ইসলাম রূপনগরে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডেসকো) উপসহকারী প্রকৌশলী। নিহত সুইটি ইন্ডিপেনডেন্ট পাওয়ার নামের বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন।
পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলে করে দুই যুবক পল্লবীর ওই বাড়িতে যায়। ভবনের নিচে দারোয়ানের কাছে আত্মীয় পরিচয় দিয়ে তারা ভেতরে ঢুকে। ছয় তলার ওই ফ্ল্যাটে গিয়ে নক করলে আমিনুল ইসলাম দরজা খুলে দেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মামা শ্বশুরের চিৎকারে অন্য ঘর থেকে সুইটি আক্তার বের হলে তাঁকেও আঘাত করে দুর্বৃত্তরা। সুইটি-জাহিদুল দম্পতির পাঁচ বছরের ছেলে সাদ ভয়ে বাথরুমে লুকিয়ে পড়ে।
নিহত সুইটির স্বামী জাহিদুল জানান, দুপুরে ভাত খেতে বাসায় এসে তিনি মামা ও স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন।
লাশ দুটি সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফ্ল্যাটেই রাখা ছিল।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির নিরাপত্তাকর্মী আবদুল খালেক এবং নিহত সুইটির ব্যবসায়িক অংশীদার শাহীনকে আটক করেছে পুলিশ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের কাজ করছে।