গোয়াইনঘাটে ডাকাত সর্দার গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০১৫, ৫:৩৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের গোয়াইনঘাটে চুরি ও ডাকাতিসহ ৬টি মামলার পলাতক আসামী, কুখ্যাত ডাকাত সর্দার আব্দুন নুর (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে একই উপজেলার নিয়াগুল গ্রামের মৃত মকরম আলীর পুত্র। গত সোমবার রাতে গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিয়াগুল এলাকা থেকে তাকে গ্রেয়তার করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এম.এ হাই ডাকাত সর্দার নুরকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, গোয়াইনঘাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, চুরি-ডাকাতী বন্ধ করতে অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।