কুলাউড়ায় রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০১৫, ৬:৩৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্টোর রুমে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, পৌরশহরের স্টেশন রোড এলাকায় পাকশী রেস্টুরেন্টের পেছনে থাকা স্টোর রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটলে আগুনের লেলিহান শিখা মুহূর্তে রুমের ভিতর থাকা তিনটি ফ্রিজ,কয়েক বস্তা আলু, পিয়াজ,ময়দাসহ বিভিন্ন ধরনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
কুলাউড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাফর আহমদ গিলমান জানান,তাৎক্ষনিক ফায়ার সার্ভিস কর্মীদের উপস্থিতি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা থেকে রক্ষা পায় প্রতিষ্ঠানটি।
কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে করে স্টোর রুমে থাকা বেশকিছু মালামাল উদ্ধার করতে সক্ষম হন।